এতদ্বারা দারুস্সুন্নাত মডেল একাডেমির সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১/০১/২০২৫ ইং রোজ শনিবার থেকে ১৮/০১/২০২৫ ইং রোজ শনিবার পর্যন্ত বার্ষিক ক্রিড়া ও বার্ষিক সাংস্কৃতিক সাপ্তাহ অনুষ্ঠিত হবে। উক্ত দিনগুলোতে সকাল ১১.০০ পর্যন্ত ক্লাস হবে এবং কা¬ স পরবর্তীতে বার্ষিক ক্রিড়া ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতার বাছাই পর্ব ও মুল পর্ব অনুিষ্ঠত হবে। বাচাই পর্বে উর্ত্তীণরা মুল পর্বে অংশগ্রহন করবে।