গতকাল দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে নূরানী নার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণীর প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা গ্রহণের পর ফলাফল প্রকাশ হয়েছে।অনেক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তারা ভর্তি হতে পারবে কি না? এই বিষয়ে জিজ্ঞাসা করলে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ বলেন - আমরা মূলত যে পরীক্ষাটি নেই সেটি হচ্ছে মেধা যাচাই পরীক্ষা অর্থাৎ এর মাধ্যমে আমরা ভর্তি ইচ্ছুক ছাত্রদের রোল নাম্বারের সিরিয়াল ফালাই,যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি তারা ক্লাস শুরু হওয়ার পূর্ববর্তী যেকোন সময়ে ভর্তি হয়ে যেতে পারবে। তবে তাদের সিরিয়াল যারা পরীক্ষা দিয়েছে তাদের পরে যাবে, ব্যাস এটাই।
★এই বছর ছাত্র ভর্তি কেমন হচ্ছে? আপনারা কতটা ছাত্র ভর্তি হবে বলে আশা করছেন।
জবাবে অধ্যক্ষ মহোদয় বলেন, আপনারা সবাই অবগত আছেন যে, ভর্তির বিষয়ে আমাদের প্রচার-প্রসার স্থানীয় অন্যান্য প্রাইভেট মাদ্রাসার তুলনায় অনেক কম। অন্য মাদ্রাসায় হাজার খানেক ব্যানার, ফেস্টুন, লিফলেট,স্টিকার দিয়ে প্রচার প্রসার চালিয়ে থাকে। যেখানে আমরা আমাদের অভিভাবক ও ছাত্রদের মাধ্যমে যোগাযোগ করে নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে থাকি।
আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বিগত কয়েক বছরের তুলনায় এই বছর আমাদের ভর্তি কার্যক্রম খুবই আশাব্যঞ্জক। আমরা আশা করছি এবছর আমাদের প্রতিষ্ঠানের নতুন প্রায় শতাধিক ছাত্রের উপর ভর্তি হবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর উপর ভরসা।
আপনারা সবাই মাদ্রাসার জন্য খাচ দোয়া করবেন,যাতে আল্লাহ তায়ালা মাদ্রাসাটাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন।