যখন মাদ্রাসা শিক্ষাধারা থেকে আমল ও প্রকৃত দ্বীন ইলম বিদায়ের পথে, তখন যোগ্য মোহাক্কিক আমলদার আলেম ও হাদী তৈরির লক্ষ্যে দলীয় রাজনীতি ও সহশিক্ষামুক্ত ইসলামি শরীয়া ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে শত প্রতিকুলতার মাঝেও আল্লাহ তায়ালার খাছ মেহেরবানীর উপর ভরসা করে দ্বীপ জেলা ভোলায় দারুস্সুন্নাত মডেল মাদ্রাসার যাত্রা।
আল্লাহর অশেষ শুকরিয়া, গত কয়েক বছর যাবৎ দারুসসুন্নাত মডেল মাদ্রাসা দাখিল অষ্টম ও দাখিল দশম এবং আলিম শ্রেণির বোর্ড পরীক্ষায় একাধিক সরকারী বৃত্তিলাভ, একাধিক জিপিএ ৫ সহ শতভাগ পাশ করে ভোলা জেলায় ফলাফলের ধারাবাহিকতায় বজায় রেখে আসছে।