
নামঃ দারুসসুন্নাত মডেল মাদ্রাসা
অবস্থানঃ পৌর ০৩নং ওয়ার্ড, হেলিপ্যাড সংলগ্ন, আলিয়া মাদ্রাসা সড়ক, বোরহানউদ্দিন, ভোলা।
প্রতিষ্ঠাতা ও সভাপতিঃ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম
অধ্যক্ষ, মজমের হাট ফাযিল মাদ্রাসা।
সাবেক মুহাদ্দিস, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা।
প্রতিষ্ঠার সময়ঃ ১লা জানুয়ারি ২০১৪ইং
ভবনঃ বোরহানউদ্দিন হেলিপ্যাড এর পূর্ব পাশে [নিজস্ব ভবন।]
বিভাগ সমূহঃ
১. নূরাণী বিভাগ (চার বছরের কোর্স)।
২. হিফ্জ বিভাগ- নাজেরা ও হিফ্জ শাখা।
৩. আলিয়া বিভাগ- ইবতেদায়ী ৪র্থ শ্রেণি থেকে আলিম শ্রেণি।
৪. কিতাব বিভাগ (প্রস্তাবিত)-
ক) আদব বিভাগ
খ) মেশকাত/জালালাইন।
৫. আরবী ভাষা কোর্স (প্রস্তাবিত)-
ক) দাখিল পরীক্ষার পরে ২মাস
খ) আলিম পরীক্ষার পরে ২মাস
মাদ্রাসার নির্ধারিত ড্রেসঃ সাদা নিছফেছাক গোল জামা, সাদা পাজামা এবং সাদা টুপি। (সম্ভব হলে কালো পাগড়ি)
মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ-
* ২০১৯-২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর জেডিসি,দাখিল আলিমে একাধিক সরকারী বৃত্তি এবং একাধিক জি.পি.এ ফাইভ সহ শতভাগ উত্তীর্ণ হয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে।
* যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সৃজনশীল পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা পরিচালনা।
* গনিত, ইংরেজী, আরবী, তথ্যপ্র্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে কলেজ ও ফাজিল/কামিল মাদ্রাসা থেকে খন্ডকালীন শিক্ষক দ্বারা সকাল ও রাত্রে বিশেষ ভাবে পাঠদানের ব্যবস্থা।
* বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও নাহু ছরফ প্রশিক্ষণের ব্যবস্থা।
* ব্যক্তি জীবনে আদর্শ মানব গঠনে সুন্নাতে নববীর পূর্ণ অনুসরণে অভ্যস্ত করে গড়ে তোলা।
* আমলদার শিক্ষকদের তদারকিতে আবাসিক ব্যবস্থায় প্রবাসী ও অতিব্যস্ত অভিভাবকদের সন্তানদের যতেœর সাথে গড়ে তোলা।
* নৈতিক মানোন্নয়নের সাথে আরবী ও ইংরেজীতে কথোপকথন এবং বক্তৃতা দেয়ার যোগ্য করে গড়ে তোলা।
* সাহিত্য, সংস্কৃতি, শরীরচর্চা এবং খেলাধুলার ব্যবস্থা।
তিন সেমিস্টার পরীক্ষা, ক্লাসটেস্ট, ইনকোর্স ও সাপ্তাহিক পরীক্ষার মাধ্যমে সাধারণ মেধার একজন ছাত্রকে অ+ পাওয়ার যোগ্য করে তোলা।
* আবাসিক ছাত্রদের মানসম্মত থাকা খাওয়া এবং সার্বক্ষণিক তদারকী।
* স্কুলের ছাত্রদেরকে আরবীতে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তোলা।
* মাদ্রাসা সি.সি ক্যামেরা দ্বারা সার্বক্ষনিক মনিটরিং।
* ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-ই ইসলামিয়ার অনুকরণে- আমল ও আখলাকে যোগ্য হক্কানী আলেম তৈরি করার অঙ্গীকার।
পাঠদানের অনুমুতি ও স্বীকৃতি-
প্রাথমকি ভাবে নূরানী বিভাগ এর জন্য নূরানী তালিমুল কুরআন বোর্ড (বরিশাল) থেকে অনুমোদন নেওয়া হয়েছে।
আলিয়া শাখা ইবতেদায়ী চতুর্থ থেকে দাখিল অষ্টম এর জন্য প্রথমিক শিক্ষা বোর্ড (বরিশাল) থেকে প্রাথমিক পাঠদান ও পরীক্ষার অনুমোদন নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান কোড- ৪১০৯০৯