দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় নতুন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে।



দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় ২০২৫ শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। চারজন শিক্ষক নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা। 

চারজন নিয়োগপ্রাপ্ত শিক্ষক হলেন, মুফতি মাওলানা মোহাম্মদ জুবায়ের মাহমুদ, মোহাম্মদ সালাহউদ্দিন সালেহি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, জনাব মোঃ তানজিলুর রহমান। তাদের যৎসামান্য কর্ম পরিচয় হলো।

মুফতি মাওলানা মোঃ জুবায়ের আহমদ, তিনি পূর্বে ফাতেমা তুজ জোহরা কওমি মাদ্রাসার মুহাদ্দিস পদে চার বছর খেদমত করেছেন, রতনপুর কওমি মাদ্রাসায় তিন বছর মিশকাত পড়িয়েছেন, বর্তমানে তিনি দক্ষিণ বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব পাশাপাশি সাতবাড়িয়া কওমি মাদ্রাসার মুহাদির। তাকে অদ্য পহেলা জানুয়ারি থেকে দারুসসুন্নত মডেল মাদ্রাসায় আরবী প্রভাষক পদে নিয়োগ প্রদান করা হয়েছে। 

মোহাম্মদ সালাহউদ্দিন সালেহি, তিনি পূর্বে টবগি রাস্তার মাথা শরীফিয়া দাখিল মাদ্রাসায় গেষ্ট শিক্ষক হিসেবে এক বছর খেদমত করেছেন। তিনি নতুন হাকিমউদ্দিন নুরানি ও হাফিজি মাদ্রাসায় চাকুরী করেছেন। তাকে অদ্য পহেলা জানুয়ারি থেকে দারুসসুন্নাত মডেল মাদ্রাসার জুনিয়র শিক্ষক (আরবি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

মাওলানা মোঃ রফিকুল ইসলাম, তিনি পূর্বে দীর্ঘ চার বছর যাবত মাশকান্দি নূরানীয়া মাদ্রাসায় নূরানী শিক্ষক হিসেবে দায়িত্ব ছিলেন পরবর্তীতে ডোর্স স্কুলে এবং তানযিমুল উম্মাহ মাদ্রাসা আরবি শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে অদ্য পহেলা জানুয়ারি থেকে দারুসসুন্নত মডেল মাদ্রাসার নূরানী শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

জনাব মোঃ তানজিলুর রহমান, তিনি পূর্বে চাদপুর ফাজিল মাদ্রাসায় গেষ্ট শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন। পাশাপাশি তিনি একাধিক কোচিং সেন্টারে কোচিং করিয়েছেন। তাকে অদ্য পহেলা জানুয়ারি থেকে দারুসসুন্নাত মডেল মাদ্রাসার জুনিয়র শিক্ষক (গণিত) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। 

আমরা তাদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি, আশা করি তাদের কর্মপদ্ধতি ও তাদের সৃজনশীল পাঠদানের মাধ্যমে দারুসসুন্নত মডেল মাদ্রাসা ও দারুসসুন্নাত মডেল মাদ্রাসা এর শিক্ষার্থীরা সফলতার স্বর্ণ শিখরে পৌছতে সক্ষম হবে (ইনশাআল্লাহ) । 

আল্লাহ তায়ালা তাদেরকে মাদ্রাসার জন্য কবুল ও মঞ্জুর করে নিন।