আজ দারুসসুন্নাত মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ আরম্ভ হয়েছে।



দারুসসুন্নাত মডেল মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহে সূচনা সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্বের মাধ্যমে আজ আরম্ভ হয়েছে।

নূরানী নার্সারি থেকে নূরানী তৃতীয় পর্যন্ত ক গ্রুপ, ইবতেদায়ী চতুর্থ থেকে দাখিল ষষ্ঠ শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, দাখিল সপ্তম শ্রেণী থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত গ গ্রুপ এবং দাখিল দশম, দাখিল পরীক্ষার্থী ও আলিমের ছাত্রদের নিয়ে ঘ গ্রুপে শেখ সাংস্কৃতিক প্রতিযোগিতা আরম্ভ হয়। 

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষকরা বিচারক হিসেবে বিভিন্ন গ্রুপের দায়িত্ব পালন করেন, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় এই বছর কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, হাদিস পাঠ সহ উপস্থিত বক্তৃতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। 

বাছাই পর্বে যারা উত্তীর্ণ হয়েছে তারা আগামী ১৫ই জানুয়ারি রোজ বুধবার মূলপর্বে অংশগ্রহণ করবে এবং মুল পর্ব থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বাচাই করা হবে।