আজকে দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় DSMM Eleven VS Tigers Eleven এর মধ্যকারের ফাইনাল ম্যাচের মাধ্যমে DSL এর 5Th Edition এর পর্দা নামল।
আজকের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় DSMM Eleven ও Tigers Eleven. ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্ত নেয় DSMM Eleven। প্রথমে ব্যাট করতে নেমে তারা ১১.৫ বলে সব উইকেট হারিয়ে ৫৯ রান তুলে জবাবে ব্যাটিং করতে নেমে পুরো ১২ ওভার শেষে Tigers Eleven ৯ উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হয়। ম্যাচে DSMM Eleven, Tigers Eleven কে ৪ রানে পরাজিত করে।
DSL এর 5Th Edition এর ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট হয়েছেন জনাব মোঃ মনির হোসেন, আজকের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ৫ রানে ৫ উইকেট নিয়ে বিজিত দলের অধিনায়ক মাহফুজুর রহমান। টুর্ণামেন্ট এর সেরা ব্যাটসম্যান জনাব মনির হোসেন এবং টুর্ণামেন্ট এর সেরা বোলার মাহফুজুর রহমান।
আজকের ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ জহিরুল ইসলাম এবং মোহাম্মদ আব্দুল্লাহ।
খেলা শেষের বিজয়ী ও বিজিত সকলের হাতে পুরস্কার তুলে দেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ আরিফ বিল্লাহ, সম্মানিত শিক্ষা সচিব মাওলানা মোঃ জাফরুল ইসলাম, বোডিং সুপার জনাব মোহাম্মদ লোকমান হোসেন, জনাব মোহাম্মদ আলি আকবর, হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ আহমদউল্লাহ, টুর্নামেন্ট এর দায়িত্বশীল জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ।