আজ দারুসসুন্নাত মডেল মাদ্রাসার হিফযুল কুরআন বিভাগে সবক প্রদান করা হয়েছে।



আলহামদুলিল্লাহ, প্রতি বৎসরের ধারাবাহিকতায় এই বছর ও দারুসসুন্নাত মডেল মাদ্রাসার হিফজুল কুরআন বিভাগে আজকে ০৪ জন ছাত্রকে নাজেরা ও ০২ জন ছাত্রকে হিফয এর সবক প্রদান করা হয়েছে এবং ২ জন ছাত্র হিফয সমাপ্ত করেছে।

আল্লাহর রহমতে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এর ০২ বছর পর থেকেই হিফযুল কুরআন বিভাগের পথচলা শুরু, এখন পর্যন্ত ১৩ জন ছাত্র কায়েদা থেকে শুরু করে পুরো কুরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে। 

আপনার সন্তানকে যদি কুরআন শরীফ হিফয করানোর আশা রাখেন তাহলে আমাদের প্রতিষ্ঠানটিতে ভর্তি করতে পারেন, বিস্তারিত জানতে মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন।

জ্ঞাতব্য - আগামী বছর থেকে নুরানী কাদিম পদ্ধতিতে হিফযুল কুরআন বিভাগে একটি শাখা চালু করা হয়েঁছে। আপনার সন্তানকে কুরআন হিফয এ ভর্তি করতে চাইলে সেটাই হবে প্রাথমিক পর্যায়ের জন্য বেষ্ট 

চয়েজ