দারুসসুন্নাত মডেল মাদ্রাসায় জৈনপুরের বড় হযরত এর রুহের মাগফিরাত কামনায় খতম ও দোয়া অনুষ্ঠান।



আজ ২৫-১১-২৪ রোজ মঙ্গলবার বিশিষ্ট আলেমে দ্বীন, জৈনপুর দরবার শরীফের বড় হযরত, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা হাসনাইন আহমদ সিদ্দিকী জৈনপুরী অদ্য রাত ১২.০০ মিনিটে ইন্তেকাল করেছেন।

 انا لله وانا اليه راجعون. اللهم اغفر له وادخله فى الجنة الفردوس

দারুসসুন্নাত মডেল মাদ্রাসার পক্ষ থেকে মরহুম পীর সাহেব হুজুরের রুহের মাগফেরাত এর জন্য কুরআন খতম ও খতমে তাহলীল এর আয়োজন করা হয়েছে। 

হযরতের সাথে অত্র প্রতিষ্ঠানের খুবই ভালো সম্পর্ক ছিলো। 

এই বিষয়ে প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম সাহেব বলেন - বড় হযরত দারুসসুন্নাত মডেল মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করতেন । যখনই দেখা হতো মাদ্রাসার খোঁজ খবর নিতেন। মাদ্রাসার বর্তমান ভবনে নিজের ইচ্ছায় হঠাৎ উপস্থিত হয়ে দোয়া করেছিলেন হযরত পীর সাহেব কেবলা জৈনপুরী রহমাতুল্লাহি আলাইহি 

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ বলে আমরা আমাদের পারিবারিক অভিভাবক শূন্য হয়ে গেলাম। হুজুর আমাদের অভিভাবকের মতো ছিলেন। এবং সব সময় প্রতিষ্ঠানের খেয়াল রাখতেন ও প্রতিষ্ঠানের বিষয় জিজ্ঞাসা করতেন। আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করুন। 

অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আরিফ বিল্লাহ।