হিফযুল কুরআন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ এর হিফজ সমাপ্ত



অদ্য ১৫ ই ডিসেম্বর রোজ রবিবার দারুসসুন্নাত মডেল মাদ্রাসার হিফযুল কুরআন বিভাগের ছাত্র মোহাম্মদ জুনায়েদ তার হিফজ সমাপ্ত করেছে।

মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম সাহেব এর উপস্থিতিতে সে তার সর্বশেষ সবক শুনিয়েছে।

প্রধান হাফেজ মুজাহিদুল ইসলাম, হাফেজ আহমাদউল্লাহ, ছাত্র অভিভাবক মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শহীদ খান, প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ বলেন, মোহাম্মদ জুনায়েদ মাদ্রাসার এগার তম শিক্ষার্থী, যে কায়েদা থেকে শুরু করে পুরো কুরআন শরীফ হিফজ শেষ করেন। আমরা আশা রাখি এরাই হবে আমাদের নাজাতের উছিলা । আমার বিশ্বাস মহান আল্লাহ তায়ালা কুরআন এর জন্য মাদ্রাসাটি কবুল করে নিবেন ইনশাআল্লাহ । 

আলোচনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফয়জুর আলম সাহেব বলেন, দারুসসুন্নাত মডেল মাদ্রাসা শুধু যে রেজাল্ট করবে, ভালো ফলাফল বয়ে আনবে তার জন্য তৈরি করা হয়নি। এইগুলো তো থাকবেই এর পাশাপাশি এই প্রতিষ্ঠান এর দ্বারা অবশ্যই ছাত্রদের আমল আকিদা আখলাক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। আমি বিশ্বাস করি এই ছাত্ররাই আমার নাজাতের উসিলা হবে। প্রতিষ্ঠানে যারা খেদমত করে তাদের নাজাতের উছিলা হবে।

অনুষ্ঠানে প্রধান হাফেজ হাফেজ মুহাম্মদ মুজাহিদ বলেন, অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ ১০ জন হাফেজ হিফজ সমাপ্ত করেছে , জুনায়েদ এগার তম ছাত্র যে অত্র মাদ্রাসা থেকে হিফজ সমাপ্ত করেছে আমি আশা করছি এই বছর আরো দুইজন ছাত্র হিফজ সমাপ্ত করবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুনাম সুখ্যাতির সাথে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে পারি।